সাদাকালো আমি। বর্ণহীন জীবন।


আজ নাকি হলি। হর্ন ডাকা সকালে মায়ের ডাকে এই কথা শুনে উঠেলাম। একেতাে ১১টা বেজে গেছে তার উপর দোলপূর্ণিমা। নাহলে আর একটু ঘুমানো যেতো। স্নান করে আসার পর ঝিমুনিটা কাটলো। ঠাকুরঘরে গিয়ে আবির দিয়ে আসলাম। বেলকনিতে দাঁড়িয়ে বাইরে তাকালাম। বাসার পাশেই মন্দির। আবির খেলা হচ্ছে সেখানে। একে অপরকে পরম মমতায় আপন করে নিচ্ছে। আবির লাগানোর আর কোনো জায়গা বাকী নেই।তার পরেও গাল পেতে দিচ্ছে লালের উপরে নীল মাখিয়ে দেওয়ার জন্য। হলিতে সবাই নতুন জামা কাপড় পড়ে এসেছে আবির খেলার জন্য।গায়ের রঙের সাথে সকলের জামাকাপড়গুলোও লাল-নীল-সানালি হয়ে গেছে ৷ দূর থেকে কাউকেই চেনা যাচ্ছেনা। সবাই একই রকম, সবাই রঙিন। এদের দেখে আনন্দ লাগে। মনেহয় এদের জীবনটাও কতনা রঙিন। আর আমি! চাইলেই ওদের সাথে যোগ দিতে পারতাম। কিন্তু কী লাভ। কোনো কিছুতেই আর আনন্দ পাইনা। কোনো কিছুই আমাকে টানেনা। জীবনে কোনো রং নেই। একদম সাদাকালো আমি।

No comments

Powered by Blogger.