চলার পথে বাঁশ।

জীবন যখন কোনো বাধার সম্মুখীন এবং তা হতে একটি বাঁশ পাওয়া সুনিশ্চিত তখন সেই বাঁশকে সাদরে গ্রহণ করা উচিত।

গতরাতে ঝড় বয়ে গেলো। বসন্তের প্রথম ঝড়। আনুষ্ঠানিক ভাবে শীতকে বিদায় জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আমার উপরদিয়ে অন্য আরেক ঝড় বয়ে চলছে। সামনে মহাবিপদ, সময় থাকতে তৈরি হয়ে নাও। কিন্তু সময় কোথায়? সবতো খুইয়ে ফেলে এসিছি হেলায়। এখন শুধু মহা বিপদে গাঁ মেলে ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। যেকোনো কিছু মেনে নেওয়ার জন্য মানসিক এমনকি শারীরিকভাবেও প্রস্তুত থাকতে হবে।লিজেন্ডরা এতক্ষণে নিশ্চই বুঝে ফেলেছো কোন বিপদের কথা বলা হচ্ছে।

হ্যারে ভাই, আমি উচ্চমাধ্যমিক পরীক্ষাই দিতে চলেছি। শুধু তাই নয় রীতিমত বাঁশও খেতে চলেছি। এখন সেই বাঁশ সাইজে কত বড় হয় এই নিয়ে যা সংশয়।

জেমসের একটা গান আছে,' তোমাদের মাঝে কি কেউ আছো বন্ধু আমার।' যদি কেউ থাকো যার অবস্থা আমার মত তবে তোমাকেই বলছি বন্ধু, পরাজয় মেনে নিতে শিখো।চল প্রতিজ্ঞা করি যা হওয়ার হবে, সব মাথা পেতে নেবো। তাই বলে জীবন দিয়ে দিবোনা। এত দূর্বল প্রাণী আমরা নই।আর কিছুদিন অপেক্ষা কর বন্ধু।

ততদিন বারবার একটাই মন্ত্র জপো, 'খেলা হবে এডমিশনে!'

2 comments:

  1. আপনার ব্লগটা সুন্দর। তবে আমার মনে হয়,সামুর মত জায়গা থেকে নিয়মিত লেখালেখি করেই পৃথক ব্লগ খুললে লোকে পড়বে।সামুতে দেখলাম এখনও পর্যন্ত আপনি মাত্র পাঁচটি মন্তব্য করেছেন।আমার মনে হয় অন্যের পোস্টে আপনাকেও মন্তব্য করতে হবে।গঠনমুলক মন্তব্যই অন্যকে আপনার পোস্টেরর প্রতি আকৃষ্ট করবে।মন্তব্যে আঘাত পেলে ক্ষমা প্রার্থী।
    রইল অনন্ত শুভেচ্ছা।

    ReplyDelete
  2. আপনার মন্তব্যটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি। এবং আপনার উপদেশটা আমি ইতিমধ্যে বুঝতে শুরু করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথেই থাকবেন আশা করছি।

    ReplyDelete

Powered by Blogger.