ভালোবাসার প্রতীকি কী? সুন্দর গোলাপ নাকি সুন্দর মন?


ভালোবাসা দিবসে ফুলের দোকানের এক যুবকের মুখে হাসি ফুটেছিল.কেননা সেদিন তার দোকানের সব স্বচ্ছ লাল গোলাপ বিক্রি হয়ে গিয়েছিল.অতি বিক্রিত হবার আনন্দে রঞ্জিত হয়ে এক যুবক কে জিজ্ঞেস করেছিল আচ্ছা ভালোবাসার প্রতীকি কোনটা?? সুন্দর গোলাপ নাকি সুন্দর মন?
যুবক বেশ বিভ্রান্ত হয়ে নিচু হয়ে শুধু চুপ করেছিল,আর পাগলাটে যুবক শুধু মুখ টিপে হাসছিল।
.
এক ভালোবাসা দিবসে কোন পরিবারে বড় ছেলের চাকরি হয়ে যায়,পরিবারের মধ্যমনি হয়ে এতদিন রোগে ভোগে থাকা বৃদ্ধ জনক,আসমান সমান স্বপ্ন দেখেন আরো বেশ কিছুদিন বেচে থাকার।মা স্বপ্ন দেখেন ঠিক তার মতো একজন দয়ালু গিন্নি এই পরিবারে স্থান নিবে,কি নামে ডাকবেন তাহারে দু হাতে ধরি।ছেলেটি প্রথম বেশ কিচ্ছুক্ষন হতচকিত হয়ে যায়,আগে সে বাপের জন্য পথ্য কিনে আনত,সে আজ প্রথম পথ্যের সাথে একটা দামী লুংগি কিনে নিয়ে যাচ্ছে,জানে বাপ তার বেশ রাগারাগি করে যাবে,কিন্তু তার আড়ালে এই লুংগি টাকে তার জীবনের দ্বিতীয় সেরা উপহার হিসেবে গন্য করবে,প্রথম উপহার ছিলো পরিবার কতৃক এক জন সারাজীবনের বন্ধু হিসাবে বউ পাওয়া..
.
ব্যস্ত জীবনের সব হিসাব চুকাতে ম্যাথ বইয়ের সাহায্য লাগে না,ক্যালকুলেটর এর অভিমানের প্রয়োজন পড়ে না,কিছু মুহুর্তের বিন্যাস সমাবেশ কৃত পরিস্থিতির সমাধান করতে হয়,সেখানে উদাহন হিসেবে দিন,চিত্র হিসাবে শ্বাসপ্রশ্বাস, আর ব্যাখ্যা হিসাবে প্রত্যেক দিনের কথামালার প্রয়োজন পড়ে।প্রত্যেক জীবনের এক এক টি বৃহন্নলা থাকে,জীবনের সব হিসাব চুকে গেলে বৃহন্নলার সারাজীবনের প্রতিদ্বন্দ্বী মৃত্যু তাকে ঘুম পাড়িয়ে যায়,বৃহন্নলা পাড়ি জমায় তার হিসাব কৃত ট্যালি খাতায়।
.
গরীবের উনুনে ভালোবাসায় চাল রাধা হয় না,তাহাদের লাকড়ির প্রতিটা কোনায় ভালোবাসা জমে থাকে,পতিতাকে কেউ কখনো ভালোবাসি বলে নি,তাই মনে হয় পতিতা শব্দের পুরুষবাচক নেই....
.
একজন গাদা আর গোলাপ ফুলের মিশ্রনে চশমার ৬ আংগুল উপরে মালা বাধে,অপরজন তপ্ত রোধে নিকোটিনে ঠোট পুড়িয়ে রাতের আকাশ কে ভালোবাসে..যুবকের মনের বয়স কমে,ভালোবাসার আয়ু কমে,পরিস্থিতি বিনা নিলামে জীবনের মুহুর্ত কিনে নেয়।
.
""""""পরিস্থিতির কোন উত্তরসূরি নেই,মুহুর্তগুলো তার কন্যা সন্তান হিসেবে বিবেচ্য"""""""

No comments

Powered by Blogger.