তবে কি রিয়ালের বিপক্ষ্যে মাঠে নামা হচ্ছেনা নেইমারের?
গত রাতে লিগ-১ এ মার্শেইয়ের বিপক্ষ্যে ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন নেইমার। ধারনা করা হচ্ছে চোট তেমন গুরুতর নয়। কিন্তু ৬ মার্চ, রিয়ালের বিপক্ষ্যে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা শঙ্কা প্রকাশ করে বলেছেন, " আমরা এখনো জানি না নেইমারের চোটটা কেমন। তবে আমার মনে হয় না ৬ মার্চ সে খেলতে পারবে।"
পিএসজি কোচ এমিরি অবশ্য নেইমারের খেলা নিয়ে এখনো বেশ আশাবাদী।
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬ এর প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল ৩-১ গোলে জয় তোলে নিয়েছিল। প্যারিসে ২য় লেগে পিএসজিকে তাই ২-০ গোলে জিততেই হবে। যদি রিয়াল ১ গোল দিয়ে ফেলে তবে হিসাবটা পাল্টে যাবে। পিএসজিকে জিততে হবে ৪-১। ৩-১ জিতলে অবশ্য ম্যাচটি প্যানাল্টিতে গড়াবে।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের অনুপস্থিতি কেমন প্রভাব ফেলবে সেটি সমর্থকদের কথা শুনলেই বুঝা যায়। তারা জানিয়েছেন, "যদি ম্যাচটিতে নেইমার না খেলেন তবে পিএসজির রিয়ালকে হারানোর কথা না ভাবাই উত্তম।"
নেইমারের আপাতত তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে আজকেই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন। তবুও রিপোর্ট না পাওয়া অবধি কোনো কিছুই বলা যাচ্ছেনা।
গতরাতের ম্যাচটিতে পিএসজি ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে। পিএসজির পক্ষে গোল করেছেন কাভানি ও কিলিয়ান এমবাপ্পে। ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে গোল করেন তিনি। দ্বিতীয় গোলটি আত্মঘাতী। ২৭ মিনিটে কাভানির উদ্দেশ্যে নেইমারের ক্রস ঠেকাতে গিয়ে বল জালে পাঠিয়ে দেন পর্তুগিজ ডিফেন্ডার রোলানন্দো। দ্বিতীয়ার্ধে আবারও নেইমারের দারুণ একটা ক্রস ধরে নিজের শরীর এক ঝটকায় ঘুরিয়ে জালে বল ঠেলেন কাভানি।
৭৭ মিনিটে নেইমার চোট পেয়ে মাঠ ছাড়লে তার বদলি হিসেবে অন্য কাউকে মাঠে নামাননি কোচ! ধারনা করা হচ্ছে নেইমারকে ছাড়া কেমন খেলার একটা মহড়া ছিল সেটি।
পিএসজি কোচ এমিরি অবশ্য নেইমারের খেলা নিয়ে এখনো বেশ আশাবাদী।
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬ এর প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল ৩-১ গোলে জয় তোলে নিয়েছিল। প্যারিসে ২য় লেগে পিএসজিকে তাই ২-০ গোলে জিততেই হবে। যদি রিয়াল ১ গোল দিয়ে ফেলে তবে হিসাবটা পাল্টে যাবে। পিএসজিকে জিততে হবে ৪-১। ৩-১ জিতলে অবশ্য ম্যাচটি প্যানাল্টিতে গড়াবে।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের অনুপস্থিতি কেমন প্রভাব ফেলবে সেটি সমর্থকদের কথা শুনলেই বুঝা যায়। তারা জানিয়েছেন, "যদি ম্যাচটিতে নেইমার না খেলেন তবে পিএসজির রিয়ালকে হারানোর কথা না ভাবাই উত্তম।"
নেইমারের আপাতত তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে আজকেই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন। তবুও রিপোর্ট না পাওয়া অবধি কোনো কিছুই বলা যাচ্ছেনা।
গতরাতের ম্যাচটিতে পিএসজি ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে। পিএসজির পক্ষে গোল করেছেন কাভানি ও কিলিয়ান এমবাপ্পে। ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে গোল করেন তিনি। দ্বিতীয় গোলটি আত্মঘাতী। ২৭ মিনিটে কাভানির উদ্দেশ্যে নেইমারের ক্রস ঠেকাতে গিয়ে বল জালে পাঠিয়ে দেন পর্তুগিজ ডিফেন্ডার রোলানন্দো। দ্বিতীয়ার্ধে আবারও নেইমারের দারুণ একটা ক্রস ধরে নিজের শরীর এক ঝটকায় ঘুরিয়ে জালে বল ঠেলেন কাভানি।
৭৭ মিনিটে নেইমার চোট পেয়ে মাঠ ছাড়লে তার বদলি হিসেবে অন্য কাউকে মাঠে নামাননি কোচ! ধারনা করা হচ্ছে নেইমারকে ছাড়া কেমন খেলার একটা মহড়া ছিল সেটি।

No comments