গুগল এডসেন্স এ যাত্রা শুরু?

বন্ধুরা, আজকে আমি সোনার হরিণ খ্যাত গুগল এডসেন্স এ আবেদন করলাম। তোমরা অনেকেই আছো যারা এডসেন্স এ আবাদন করার কথা ভাবছো। কিন্তু কখন আবেদন করা উপযুক্ত হবে তা বুঝতে পারছোনা। তাহলে আজকের পোস্ট তোমাদের জন্যই। আশা করি পোস্টটি তোমাদের কাজে আসবে। যদি আসে তবে কমেন্ট করতে ভুলোনা। কাজের কথায় আসি, তোমরা হয়তো গুগল এডসেন্স এ আবেদন করার আগের শর্তসমুহের কথা শুনেছো। অনেক কঠিন নিয়মকানুন দেখে ভাবছো,এগুলো নামেনে আবেদন করলে কি হবে, আমি আজকে সে কাজটাই করেছি বন্ধুরা। আমার ব্লগটি ৬ মাসেরও আগে খুললেও আর কোনো শর্ত আমি পূরণ করিনি।দেখা যাক কি হয়! বন্ধুরা তোমরা যদি বিন্দু মাত্র আগ্রহী হয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও,প্লিজ।

1 comment:

  1. বর্তমান সময়ে (2019 সালে) ইন্টারনেট থেকে আয় বলতে বা সহজ ইনকামের পথ বা উপায় হিসেবে গুগোল এডসেস্ন কে প্রথম এবং একটি নিরেপেক্ষ প্লাটফরম ধরা হয়।বর্তমানে Google Adsense এবং YouTube এর মাধ্যমে অনেকেই হাজার হাজার ডলার আয় করেছেন।
    বিস্তারিত জানতেঃ গুগোল এডসেস্ন একাউন্ট ক্রয়

    ReplyDelete

Powered by Blogger.