বিপিএল পঞ্চম নিয়ে এবারের আয়োজন।

হ্যালো ভিউয়ারস, কেমন আছেন সবাই? প্রায় ১ বছর পর ব্লগ লিখছি। আর এখন থেকে প্রতিটি ব্লগ লিখবো বাংলাভাষায়। যাইহোক, কাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরুয়া আসর বিপিএল। এবারের বিপিএল পঞ্চম আসর নিয়ে খুবই উন্মাদনা কাজ করছে সকলের মধ্যে। হওয়ারিতো কথা, ধারনা করা হচ্ছে, এবারের বিপিএল আসর সবদিক দিয়ে ছাড়িয়ে যাবে বিগত বছরগুলোর সকল আয়োজনকে। আশা করছি আগামী একমাস আপনাদের সকলের কাছে দারুণ উপভোগ্য হবে। আর আপনাদের এ আনন্দকে বাড়তি কিছু দেওয়ার প্রয়াসে বিপিএল নিয়ে কাজ করার প্রয়াস করছি। বিপিএল চলাকালীন আপনারা ঠিক কি ধরেনের আপডেট চান তা নিছের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আমাদের প্রতিটি আপডেটের সাথে থাকবেন। ধন্যবাদ।

No comments

Powered by Blogger.