মানবীয় প্রকৃতি
কখনো কখনো জীবন যখন খুব ঝাপসা হয়ে যায়, তখন একটি ভারী বর্ষণ নামে। সেই প্রবল বর্ষণ শুষ্ক-ধূসর পরিবেশ সিক্ত,শীতল আর সুন্দরতম করে তোলে।
মানুষের সবচেয়ে পরম সঙ্গীটি হলো কান্না। যখন মানুষ সম্পূর্ণ একাকী হয়ে পরে, যখন কেউ প্রবল ব্যথায় কাতরাতে থাকে কিন্তু কেউ তার পাশে থাকে না, যখন সে জগত বিচ্ছিন্ন হয়ে নিথরভাবে পরে থাকে তখন সে বুকভরে কাঁদে। কান্না তাকে ভুলিয়ে দেয়, সে সবকিছু থেকে বিচ্ছিন্ন। কান্না তাকে বিশুদ্ধ সুখ এনে দেয়।
যে কাঁদতে ভুলে যায়, সে বেঁচে থাকার মানে হারিয়ে ফেলে।
No comments