'Area 51' এরিয়া ৫১ নিয়ে এত মিম হচ্ছে কেনো? এরিয়া ৫১ কী?



এরিয়া ৫১ আমেরিকার একটি টপ সিক্রেট মিলিটারি ইনস্টলেশন। ওখানে মিলিটারির টপ সিক্রেট রিসার্চ হয়। এই জায়গা নিয়ে অনেক কন্সপিরেসি থিওরি আছে। এই এলাকার আশপাশে কিংবা এর ওপরে আকাশে কারও প্রবেশের অনুমতি নেই। সেখানে কী রয়েছে তা সাধারণ মানুষ জানেও না। অনেকের ধারণা, সেখানে ভিনগ্রহের প্রাণী আটকা রয়েছে। কারও ধারণা, ভিনগ্রহের মহাকাশযানের (ইউএফও) ধ্বংসাবশেষ রয়েছে সেখানে। এরিয়া ৫১ নেভাডা অঙ্গরাজ্যের একটি বিরান মরুভূমিতে। বহু আগে থেকে সেখানে মার্কিন বিমানবাহিনী যুদ্ধবিমান ও অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এলাকাটিতে কোনো কিছুর নড়াচড়া বা উপস্থিতি টের পেলেই তা রোধ করার ব্যবস্থা রেখেছে মার্কিন সেনাবাহিনী।এই কৌতূহল নিবারণে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। ইভেন্টটির নাম দেওয়া হয়েছে ‘স্টর্ম এরিয়া ৫১, তারা আমাদের সবাইকে আটকাতে পারবে না’। এতে সাধারণ মানুষের প্রতি ‘এরিয়া ৫১’ অভিমুখে পদযাত্রার আহ্বান জানানো হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এর দিনক্ষণ ঠিক করা হয়েছে।এটা এতটা ভাইরাল হয়েছে যে এখন এটা নিয়ে ট্রল হচ্ছে। তাছাড়া অ্যাভেঞ্জ্যারস এন্ডগেইম সিনেমাটিতে লাস্ট ব্যাটালটির স্থানকে এরিয়া ৫১ বলা হয়েছে। ফলে হয়তো সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে আগ্রহ সৃস্টি হয়েছে।


1 comment:

  1. Brasserie - Teton White Fennec
    Brasserie - mens titanium watches Teton White Fennec. Teton White Fennec. 748736423. 3.00 x 23.95 oz. $12.50. 1.00 x 23.95 titanium nose jewelry oz. $13.50. 1.00 babyliss nano titanium flat iron x 23.95 titanium post earrings oz. microtouch titanium $9.50. 1.00 x 23.95 oz.

    ReplyDelete

Powered by Blogger.