বাংলাদেশের ক্রিকেট ম্যাচ বা সিরিজ সহ যেকোনো লাইভ খেলা দেখুন অনলাইনে।
৯৫ শতাংশ ব্যাচেলরদের ক্ষেত্রেই একটি বিষয় কমন সেটি হল মেসে বা হোস্টেলে কোনো টেলিভিশন নেই। এমনিতে এটি কোনো সমস্যাই না। কিন্তু যখনই বাংলাদেশের ক্রিকেট খেলা আসে তখনই সমস্যাটি প্রকট হয়ে দাঁড়ায়! টেলিভিশন না থাকলে নাই খেলা দেখাতো আর মিস করা যাবে না। কাজেই মোবাইল কিংবা পিসি নিয়ে শুরু হয় অনলাইনে ঘাটাঘাটি। কিন্তু প্রায়ই হতাশ হতে হয়। তখন মুখ গোমরা করে বসে থাকা ছাড়া আর কিছু করার থাকে না।
আমিও পূর্বে এ সমস্যাটির মুখোমুখি হয়েছি। তবে পরবর্তীতে বেশ কয়েকটি অ্যাপ এর সন্ধান পেয়েছি যেগুলো দিয়ে যেকোনো দেশ বা দলের খেলা হুক সেটা ক্রিকেট কিংবা ফুটবল আরামসে দেখা যায়। সেরকমই কয়েকটি মাধ্যম আপনাদের সাজেস্ট করবো।
১. HDstreamz
এটি এমন একটি অ্যাপ যেটিতে রয়েছে বেশকিছু দেশের অসংখ্য বিখ্যাত চ্যানেল। যেগুলো ব্যাবহার করে আপনি প্রায় যেকোনো দেশের যেকোনো সিরিজ কিংবা ম্যাচ লাইভ দেখতে পারবেন। এই অ্যাপটি প্লেস্টোরে পাবেননা। গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।
২. Youtube
ইউটিউবে rabbitholebd নামক একটি চ্যানেল আছে যেটিতে বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো হোম কিংবা অ্যাওয়ে সিরিজ দেখতে পারবেন যেগুলো গাজীটিভি দেখিয়ে থাকে।
৩. Sports TV Live
এই অ্যাপটি প্লেস্টোরে পাবেন। এটিতে গাজী টিভি সহ বেশ কিছু দেশি বিদেশি খেলাধুলার চ্যানেল পাবেন যেগুলোর মাধ্যমে আপনি সহজেই আপনার পছন্দের ম্যাচটি দেখে ফেলতে পারবেন।

This comment has been removed by the author.
ReplyDelete