আল বুখারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিযুক্ত হলে ড. মুহাম্মদ ইউনূস
সদ্য মালেশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়(AIU) এর প্রথম চ্যান্সেলর নিযুক্ত হলে ড. মুহাম্মদ ইউনূস। আল বুখারি একটি অলাভ জনক বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। দারিদ্র পীড়িত মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেজেনিয়ান বিশ্ববিদ্যালয়েরও চ্যান্সেলর। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা ৮৪ লাখ। এবং এ ব্যাংকটি থেকে গৃহীত ঋণ এর পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি ৫০০ লাখ মার্কিন ডলার।
সামাজিক বাণিজ্য ধারণাকে কাজে লাগিয়ে যারা মানবতার সেবা করতে চায়; আল বুখারি বিশ্ববিদ্যালয় সেসব শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ড. ইউনূসের সামাজিক বাণিজ্যের সাতটি নীতির উপর ভিত্তি করে পুরো শিক্ষাক্রম সাজানো হয়েছে। যাতে শিক্ষার্থীরা সফল সামাজিক উদ্যোক্তা হতে পারে।

No comments